বুধবার শিলিগুড়িতে করোনায় আক্রান্ত ৪২, মৃত ৬, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২০ জন

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ৫ আগস্টঃ করোনায় আক্রান্ত হয়ে বুধবার শিলিগুড়িতে প্রান হারিয়েছেন ৬ জন। এদের মধ্যে ৫ জনই শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দা। প্রতিদিনই শিলিগুড়িতে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। পাল্লা দিয়ে শিলিগুড়িতে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

এদিন শিলিগুড়িতে মৃত্যু হয়েছে শিলিগুড়ি পুর সভার ১৩ নম্বর ওয়ার্ডের উধম সিং সরনীর বাসিন্দা বিমলা দেবী আগরওয়াল, ৩৫ নম্বর ওয়ার্ড ভক্তিনগরের বাসিন্দা রমেন সরকার, সুভাষপল্লীর বাসিন্দা সমীর দত্ত, দেশবন্ধুপাড়ার বাসিন্দা ছবি রায়, শিলিগুড়ি ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহাদেব সাধুর। এছাড়া উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা মমতা দত্ত বুধবার মারা গিয়েছেন শিলিগুড়িতে।

বুধবার শিলিগুড়িতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪২ জন। এর মধ্যে ৩ জন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী। শিলিগুড়ি পুর সভার ২ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১১ ১৯ ২০ ২৩ ২৫ ৩০ ৩১ ৩২ ৩৬ ৩৮ ৪০ ৪৩ ৪৫ নম্বর ওয়ার্ডে করোনার সংক্রমনের খবর মিলেছে। এদিন করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শিলিগুড়ি পুর সভা এলাকার মোট ২০ জন। এরমধ্যে রয়েছেন শিলিগুড়ি পুর প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য শংকর ঘোষ ও তার মা পুতুল ঘোষ।

শিলিগুড়ি মহকুমা এলাকাতেও ব্যপক সংক্রমনের খবর মিলেছে। অন্যান্য দিনের মতোই নক্সালবাড়ী ব্লকে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। একই সঙ্গে এদিন খড়িবাড়ি ব্লকে আক্রান্ত হয়েছেন ৬ জন, মাটিগাড়া ব্লকে আক্রান্ত হয়েছেন ১১ জন বাসিন্দা। এদিনও ব্যাংডুবি সেনা ছাউনিতে নতুন করে করোনায় আক্রান্তের খবর মিলেছে।