নিজস্ব সংবাদদাতাঃ দুঃস্থ অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বেলাকোবা বনদপ্তরের রেঞ্জার সঞ্জয় দত্ত।
সঞ্জয় দত্ত জানান,অসুস্থ ছেলেটির মা একজন পরিচারিকা, বাবা নেই।অনেকদিন ধরে ছেলেটি অসুস্থ ছিল,টাকার অভাবে মা করতে পারছিল না ছেলের চিকিৎসা।ছেলেটির গলব্লেডারে একটি পাথর এছাড়াও মূত্রথলিতেও একটি পাথর হয়েছিল। চিকিৎসার জন্য কয়েক জায়গায় কিছু পরীক্ষাও করেন। পরীক্ষার রিপোর্ট খারাপ আসতেই তাকে তৎক্ষণাৎ বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ছেলেটি এখন সুস্থ রয়েছে।সঞ্জয় দত্তের এই সহযোগিতায় খুশি ছেলেটির মা।