১২৭ বছরেও বেশ ভালো আছেন পদ্মশ্রী পাওয়া এই ব্যক্তি,যোগ সাধনাতেই বিরাট শক্তি

নিজস্ব প্রতিবেদন ঃ  বিভিন্ন শাকসবজি তিনি সেদ্ধ খান।বয়স ১২৭ বছর।এই বয়সে এসেও তিনি নিজেই ট্রেনে যাতায়াত করেন,নিজেই রান্না করেন। কোনো রোগব্যাধি নেই। সুগার,প্রেসার থেকে অন্য কোনো রোগ নেই। শুধু একটাই তাঁর সমস্যা, কানে একটু কম শোনেন।গোটা দেশেই বিস্ময়কর ব্যক্তিত্ব এই যোগা গুরু শিবানন্দ মহারাজ। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কার দিয়েছে। বেনারসে তিনি থাকেন।এই মুহুর্তে তিনি শিলিগুড়িতে রয়েছেন।সোমবার পর্যন্ত তিনি শিলিগুড়ি শিবমন্দিরে মালা দাসের বাড়িতে ছিলেন।মঙ্গলবার তিনি শিলিগুড়ি অরবিন্দ পল্লীতে এক ভক্তের বাড়িতে এসেছেন। ১১ জুন পর্যন্ত তাঁর শিলিগুড়ি থাকার কথা। শিলিগুড়ি থেকে তাঁর সরাসরি পুরী যাওয়ার কথা রয়েছে। সোমবার তাঁকে শিলিগুড়ি বসুন্ধরাতে নিয়ে গিয়ে বৃক্ষরোপন করানো হয়েছে। তাঁর এতদিন ধরে রোগমুক্ত হয়ে বেঁচে থাকার রহস্য হলো,নিরামিষ খাদ্য গ্রহণ আর সব সিদ্ধ খাবার। এর বাইরে কোনো খাবার তিনি গ্রহণ করেন না,এমনকি এক কাপ চা-ও খান না।এছাড়া খুব ভোরে উঠে তিনি যোগ সাধনা করেন নিয়মিত। যোগ সাধনা তাঁকে মন ও শরীরে বাড়তি শক্তি এনে দেয়। শিলিগুড়ি বাগডোগরার ভুজিয়াপানি নিবাসী বিখ্যাত এথলেট সোমা দত্ত সোমবার বিকালে যোগা গুরু শিবানন্দ মহারাজের সঙ্গে দেখা করেন। সোমাদেবী বলেন,স্রেফ যোগ সাধনা এবং সিদ্ধ খাবার খেয়ে ১২৭ বছরেও বেশ ভালো আছেন শিবানন্দ মহারাজ। তিনি একজন অসামান্য ব্যক্তি।তাঁকে দর্শন করতে বহু ভক্ত ভিড় করছেন।আজকের দিনে এরকম শক্তিমান পুরুষ বিরল।

বিস্তারিত নিচের লিঙ্কে —-