পরিবেশ দিবসের সন্ধ্যায় শিলিগুড়িতে মহানন্দা আরতি

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ির লাইফ লাইন হলো মহানন্দা নদী। সেই নদী দিনের পর দিন মানুষের চরম অবহেলায় দূষিত হচ্ছে। এভাবে নদী দূষণ বাড়তে থাকলে তার পাল্টা প্রভাব মানুষের ওপরই এসে পড়বে।তাই মহানন্দা নদীর প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি বৃদ্ধির ভাবনা থেকে সোমবার ৫ই জুন বিকালে শিলিগুড়িতে মহানন্দা আরতির আয়োজন করলো মহানন্দা বাঁচাও কমিটি। তাদের সঙ্গে ওই কর্মসূচিতে অংশ নেয় নমামি গঙ্গে নামক সংস্থা। মহানন্দা বাঁচাও কমিটির কর্মকর্তা তথা বিশিষ্ট পরিবেশবিদ জ্যোৎস্না আগরওয়ালা জানিয়েছেন, মহানন্দা নদীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভক্তি যাতে বৃদ্ধি পায় সেজন্য তাঁরা সোমবার পরিবেশ দিবসের দিন এক ঘন্টা ধরে মহানন্দা আরতি এবং পুজোর আয়োজন করেন।এই মহানন্দা আরতির মাধ্যমে তাঁরা সকলের কাছে আবেদন করছেন,মহানন্দা নদীতে প্লাস্টিক, থার্মোকল বা কোনো বর্জ্য না ফেলার জন্য। মহানন্দাকে সকলের ভালোবাসতে হবে। তাদের এই কর্মসূচি আগামী দিনেও অনুষ্ঠিত হবে বলে জ্যোৎস্নাদেবী জানিয়েছেন। মহানন্দার দূষণ ঠেকানোর জন্য জ্যোৎস্নাদেবীরা বহু দিন ধরে ধারাবাহিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন।মহানন্দা বাঁচাতে তাঁরা গ্রীন বেঞ্চেরও দ্বারস্থ হয়েছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-