রং-তুলিতেই কথা বলেন বালুরঘাটের যুগল সরকার

শিল্পী পালিত ঃ আজ আমাদের আত্মকথা বিভাগে বালুরঘাটের যুগল সরকারের কথা মেলে ধরা হচ্ছে। বাপিদার পরামর্শমতো খবরের ঘন্টার এই ওয়েবপোর্টালে বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের কথা মেলে ধরা হচ্ছে। বিভিন্ন প্রতিভাবানের কথা মেলে ধরতে আমিও তাই মেতে থাকছি। আজ পড়ুন চিত্র শিল্পী যুগল সরকারের কথা। এই লেখা পড়ে প্লীজ সবাই আরও বেশি বেশি করে শেয়ারের মাধ্যমে খবরের ঘন্টাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন—

আমি যুগল সরকার | দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত বালুরঘাটের দোপাছী গ্রামে জন্ম এবং বেড়ে ওঠা আমার | ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি আঁকতে ভালোবাসি | বালুরঘাটের এ.কে.এম.এস বিদ্যাপীঠ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছি | বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ফিলোজফি অনার্স নিয়ে পড়াশোনা করছি | পাশাপাশি পুরোদমে চলছে আঁকার কাজ | আঁকা আমার প্যাশন, রঙ-তুলি, কাগজ-পেন্সিল আমার মনে অনেকটা ভালবাসার জায়গা দখল করে আছে। আমার আঁকা দেখতে সবাই ভালোবাসেন, প্রশংসা করেন, এটাই আমার পরম পাওয়া। আমি পেন্সিল, জল রঙ, এক্রিলিক এবং তেল রঙ ব্যাবহার করি | যদিও জল-রঙ আমার ভীষণ প্রিয় | পাশাপাশি পোট্রেট আঁকা আমার দুর্বলতা | বিখ্যাত ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকতে বেশি ভালো লাগে | আমার নিরলস একান্ত প্রচেষ্টা এবং সুতীব্র ইচ্ছাশক্তির জোরে একের পর এক পালক যোগ হয়েছে আমার অভিজ্ঞতার ঝুলিতে | কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে যখন ওনার স্কেচ তুলে দিয়েছিলাম, উনি সেটি দেখে যারপরনাই অবাক হয়েছিলেন | উচ্ছ্বসিত হয়ে আশীর্বাদ করেছিলেন দুর্দান্ত জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, যখন তিনি ওনার হুবহু অবয়ব দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না | আবার আম-বাঙালির হার্টথ্রব আবির চট্টোপাধ্যায়ও আমার আঁকা ওনার ছবি দেখে মুগ্ধতা প্রকাশ না করে থাকতে পারেননি | ব্যক্তিগতস্তরে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন বর্তমান সময়ের শক্তিশালী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী | শুধু বাংলার খ্যাতনামা মানুষ নন, আমি বলিউডেরও বিখ্যাত ব্যক্তিত্বদের প্রচুর স্কেচ এঁকেছি। ঘটনাক্রমে আমার আঁকা অভিনেতা ভিকি কৌশলের একটি ছবি স্বয়ং ভিকির নজরে আসে এবং সেটি দেখে তিনি এতটাই বিমোহিত হয়েছিলেন যে নিজেই তার ইন্সট্রাগ্রামের প্রোফাইলে ছবিটি শেয়ার করেন এবং বহুল জনপ্রিয়তা পায় আমার এই আঁকাটি |
নভেম্বর, ২০১৯ এ বালুরঘাটে ‘উত্তরের রোববার’ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বহু গুণীজনের উপস্থিতিতে কবি বর্ণালী পুরস্কারে আমাকে সম্মানিত করে |
অনেকেই আমাকে ভালোবেসে বলেন, ‘তোমার রঙ-তুলি যখন কথা বলে, আমরা মুগ্ধ হয়ে শুধুই চেয়ে থাকি |’ আমার মনে হয়েছিলো আমার এই দর্শক বন্ধুদের নিরাশ করা উচিৎ নয় | তাই কিছু প্রদর্শনীতে অংশগ্রহণ করি, কিছু প্রদর্শনী নিজেই ব্যাবস্থা করি।
২০১৮ সালে গ্যালারী গোল্ড আর্ট গ্যালারী এবং চিত্রকূট আর্ট গ্যালারীতে প্রদর্শিত হয়েছিলো আমার কিছু সৃষ্টি। এছাড়াও ২০১৯ সালে দিঘা ইন্টারন্যাশানাল আর্ট ক্যাম্প এবং বালুরঘাট ইন্টারন্যাশানাল চিত্র প্রদর্শনীতে আমার আঁকা প্রদর্শিত হয়েছে | সম্প্রতি নটি বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারী, কলকাতায় বারোজন বন্ধু নিয়ে আমি একটি নিজস্ব প্রদর্শনী করেছিলাম | বহুল প্রশংসিত হয়েছে এই প্রদর্শনী।
সকলের ভালোবাসা, শুভকামনা এবং আশীর্বাদ থাকলে ভবিষ্যতে নিশ্চিত একজন সফল শিল্পী হয়ে উঠতে পারবো, সে আশা রাখি | স্যোসাল মিডিয়া, যেমন ফেসবুক ইন্সট্রাগ্রামে অনেক বন্ধু আমার আঁকা দেখার অপেক্ষায় থাকেন | সকলেই ভালবাসেন আমাকে | সকলের শুভেচ্ছা, শুভকামনা এবং ভালবাসা পাথেয় করে আগামী দিনে চলার পথকে মসৃণ এবং স্বর্ণখচিত করে তোলার স্বপ্ন দেখি।