বৈদ্যুতিক ইঞ্জিনের মাধ্যমে ব্রহ্মপুত্র মেল পৌছালো এনজেপি স্টেশনে

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃদিল্লি থেকে গৌহাটি ব্রহ্মপুত্র মেল নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালো বৈদ্যুতিক ইঞ্জিনের মাধ্যমে। উত্তরবঙ্গের দীর্ঘদিনের আশা ছিল বৈদ্যুতিক ট্রেন চালু হোক উত্তরবঙ্গের রেল ট্র্যাকে। অবশেষে সেই স্বপ্ন পূরণ করছে রেল দপ্তর।

এতদিন দিল্লি থেকে ব্রহ্মপুত্র মেল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশন পর্যন্ত ইলেকট্রিক ইঞ্জিনের মাধ্যমে আসতো। এরপর ইঞ্জিন বদল করে তা ডিজেলের মাধ্যমে গোহাটিতে পৌছাতো। গত রবিবার দিল্লি থেকে ব্রহ্মপুত্র মেল ডিজেল ইঞ্জিন এর পরিবর্তে ইলেকট্রিক ইঞ্জিনের মাধ্যমে এনজেপির উদ্দেশ্যে রওনা দেয়।এদিন ট্রেনটি এনজেপি স্টেশনে বৈদ্যুতিক ইঞ্জিনের মাধ্যমে এসে পৌঁছায় নির্ধারিত সময়ের আগেই।এরপর ব্রহ্মপুত্র মেলের ইঞ্জিন বদল করে ডিজেল ইঞ্জিন লাগিয়ে গৌহাটির উদ্দেশ্যে রওনা দেয়।প্রসঙ্গত লকডাউনের আগে এনজেপি থেকে শতাব্দি এক্সপ্রেস ট্রেন সহ আরো দুটি ট্রেন বিদ্যুতিক ইঞ্জিনের মাধ্যমে চালু হয়েছিল যদিও লকডাউনের জেরে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।তবে লকডাউন এর মধ্যে স্পেশাল ট্রেন হিসেবে ব্রহ্মপুত্র মেলকে চালানো হচ্ছিল।সোমবার আসামের মালিগাঁও থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক শুভানন্দ চন্দ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,ব্রহ্মপুত্র মেল দিল্লি থেকে এনজেপি পর্যন্ত বৈদ্যুতিক ইঞ্জিনের মাধ্যমে পৌঁছাবে এবং আগামী বছর গোহাটি পর্যন্ত বৈদ্যুতিককরনের কাজ সম্পন্ন করে গৌহাটি পর্যন্ত বৈদ্যুতিক ইঞ্জিনের মাধ্যমে ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে।তখন যেকোনো অঞ্চল থেকে সমস্ত ট্রেন গৌহাটি পর্যন্ত বৈদ্যুতিক ইঞ্জিনের মাধ্যমে যাতায়াত করতে পারবে।