নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃস্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো কোচবিহার মদনমোহন মন্দির এর প্রবেশদ্বার। রাজ আমলের মদনমোহন মন্দিরে দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান প্রথম পুজো দেওয়ার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের প্রবেশ দ্বার। তবে করোনা আবহের কারণে বেশ কিছু সতর্কতা মেনে মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন দর্শনার্থীরা।
মানুষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে এই মন্দিরকে ঘিরে। কোচবিহারের মহারাজাদের কুলদেবতা মদনমোহন ঠাকুরের মন্দির করোনা আবহের কারণে বন্ধ ছিল গত ২৫ মার্চ থেকে। বিগত দিনগুলোতে প্রথা মেনে মন্দিরে পূজা হলেও প্রায় তিনমাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের মূল দরজা। দর্শনার্থীদের পুজোর আগে মন্দির প্রাঙ্গণ স্যানিটাইজ করার পর মন্দিরের বাইরে জুতো রেখে মন্দিরের মূল ফটকে থার্মাল স্ক্রিনিং করে দর্শনার্থীরা মাক্স ও হাত স্যানিটাইজের পর মন্দির প্রাঙ্গণে প্রবেশ করানো হবে। ১৫ জনের জন্য টোকন এর ব্যবস্থা থাকছে। যাতে মন্দিরে একবারে বেশি মানুষ প্রবেশ না করতে পারে। দর্শনার্থীদের মন্দিরের বারান্দায় ওঠার অনুমতি থাকছে না। মিষ্টান্ন দ্রব্য ও ফল দিয়ে ভোগ দিতে পারবেন দর্শনার্থীরা তবে অন্ন ভোগ আপাতত বন্ধ থাকছে মদনমোহন মন্দিরে।