কেক কেটে নয়, দুঃস্থদের ত্রান দিয়ে পালন স্ত্রীর জন্মদিন

নিজস্ব সংবাদদাতা,মালদা, ৯ সেপ্টেম্বর: অবসর জীবনে এলাকার মানুষের পাশে দাঁড়ালেন মালদার চাঁচলের রাণী দাক্ষায়নী প্রাইমারী স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অতুল সিনহা। তাঁর স্ত্রী রোগজনিত কারনে তিন বছর ধরে শয‍্যাশায়ী বাড়িতেই। এবার ৭৬ এ পা দিল স্ত্রী অর্থাৎ চাঁচল রাণী দাক্ষায়ণী গার্লসের প্রাক্তন শিক্ষিকা মনিদীপা সিনহা। করোনা মহামারীর দাপটে লকডাউন ঘোষনাতে এলাকায় কর্মহীন হয়ে অনেকেই রয়েছেন। রেশন পাচ্ছেন সকলেই। তবুও এলাকার খেটে খাওয়া মানুষদের দুর্দশায় থেমে থাকতে পারেননি প্রধান শিক্ষক। জাকজমকভাবে ঘরের রমনীর জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নেন তিনি। তবে জন্মদিন পালন করলেন দুঃস্থদের নিয়েই।

মঙ্গলবার চাঁচলের পাহাড়পুরে চন্ডীমন্ডপের কাছে সামাজিক দুরত্ব বিধি মেনে একটি ত্রান শিবিরের আয়োজন করেন। যদিও চাঁচলের দক্ষিন পাড়ায় শিক্ষকের বাসস্থান। মূলত পাহাড়পুর ও গিলাবাড়ী ১৬ প্রহর কমিটির উপর সব ছেড়ে দেন শিক্ষক। তারাই সহযোগিতা করে স্বাস্থ‍্য বিধি মেনে এলাকার ১০০ জন দুঃস্থের মাঝে চাল,ডাল ও আলু বিলি করেন। কমিটির সদস‍্য সুদর্শন দাস বলে, মাষ্টারমহাশয় এই সঙ্কটজনক মুহুর্তে মানুষের পাশে দাড়িয়েছেন। কমিটির তরফে তাকে ধন‍্যবাদ জ্ঞাপণ করি।স্ত্রীর সুস্থতা কামনা করুক সকলেই এটাই আমি সকলের কাছে প্রার্থনা করি। মানুষের পাশে দাঁড়ানো আমাদের সমাজের সকলের কর্তব‍্য বলে মনে করেছেন প্রাক্তন প্রধান শিক্ষক অতুলবাবু। এদিন খাদ‍্যদ্রব‍্য পেয়ে খুশি সকলেই।