নিজেই ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে পড়ানোর উদ্যোগ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের

নিজস্ব সংবাদদাতাঃ কেউ পড়ে ক্লাস ওয়ানে, আবার কেউবা থ্রি বা ফোরে। এদের পক্ষে অনলাইন মাধ্যমে ক্লাস করা একপ্রকার অসম্ভব। কারণ এখনও গ্রাম বাংলার প্রতিটি ঘরে স্মার্টফোন এসে পৌঁছয় নি। তাই বলে কি পড়াশোনা বন্ধ থাকবে? একদিকে যেখানে হাই স্কুলের ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে ক্লাস করছে, অন্যদিকে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা বসে থাকবেন এটা কি করে হয়। তাই বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়ার উদ্যোগ গ্রহণ করলেন কোচবিহার জেলার প্রাইমারি স্কুল সংসদের চেয়ারম্যান ডক্টর কল্যানী পোদ্দার।

বুধবার সকালে মাথাভাঙ্গা ৫ নম্বর সার্কেলে বড় শোলমারি এলাকায় প্রায় প্রতিটি ছাত্র ছাত্রীর সঙ্গে দেখা করেন তিনি। ছাত্র-ছাত্রীদেরকে বই নিয়ে পড়াতেও দেখা যায় তাকে। পুজোর ছুটির পড়া দেন তিনি। পুজোর পরে এসে নিজেই পড়া ধরবেন বলে জানান ছাত্রছাত্রীদের। একই সাথে এলাকার প্রতিটি স্কুলশিক্ষককে নির্দেশ দেওয়া হয়, তারা যেন নিয়মিত ছাত্র ছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখেন। প্রয়োজনে সপ্তাহে তিন দিন ছোট ছোট গ্রুপ তৈরি করে ছাত্রছাত্রীদের পড়ানোর নির্দেশ দেন চেয়ারম্যান কল্যাণী পোদ্দার।