আমেরিকাতে খবরের ঘন্টা, সাক্ষাৎকার দেখুন সুবীরের

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃঃ শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের প্রতিভাবান তবলা শিল্পী সুবীর অধিকারীর হাত ধরে খবরের ঘন্টার সৌজন্য সংখ্যা পৌঁছাতে শুরু করেছে আমেরিকার লস এঞ্জেলসের গুণী মানুষজনের হাতে। লস এঞ্জেলসের বিশিষ্ট নৃত্য শিল্পী তথা অনাবাসী ভারতীয় প্রাচী দীক্ষিত সেখানকার নূপুর একাডেমি এল আরের ডিরেক্টর। প্রাচীদেবীর হাতে খবরের ঘন্টার পয়লা বৈশাখ সৌজন্য সংখ্যা তুলে দিয়েছেন সুবীরবাবু। খবরের ঘন্টার ফেস বুক পেজ তিনি নিয়মিত দেখেন বলেও প্রাচীদেবী জানিয়েছেন। সুবীরবাবুর নেওয়া সেই সাক্ষাৎকার ইতিমধ্যে পোস্ট হয়েছে খবরের ঘন্টার ফেস বুক পেজ, গ্রুপ এবং খবরের ঘন্টার আর একটি ফেসবুক একাউন্টে।

এবারে দেখুন ভারত বিখ্যাত গজল ও ভজন শিল্পী সুধীর নারায়ণের সাক্ষাৎকার। আগ্রা নিবাসী শিল্পী সুধীরবাবু বছরের ছয় মাসই দেশের বাইরে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে। এই মুহুর্তে তিনি লস এঞ্জেলসে রয়েছেন। আর সেই সময় খবরের ঘন্টার জন্য তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রতিভাবান তবলা শিল্পী সুবীর অধিকারী। প্রখ্যাত গজল শিল্পী সুধীর নারায়ন সুবীরবাবুর তবলার হাতের যেমন তারিফ করেছেন তেমনই খবরের ঘন্টার প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ইতিবাচক ভাবনার অঙ্গ হিসাবে খবরের ঘন্টার ওয়েব পোর্টাল নিউজ যেভাবে সঙ্গীত, নৃত্য তথা সুস্থ সংস্কৃতির প্রসার কাজ করছে এবং প্রতিভাবানদের মেলে ধরছে তা প্রশংসনীয়।