নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ শুক্রবার কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে জেলায় প্রথম হেপাটাইটিস-সি ক্লিনিকের উদ্বোধন হলো। এই ক্লিনিকের উদ্বোধন করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। অনুষ্ঠানে পার্থপ্রতিম রায় ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের এম.এস.ভি.পি. রাজীব প্রসাদ সহ অন্যান্যরা।
এতদিন পর্যন্ত এই জেলার প্রায় ৩০ জন হেপাটাইটিস-সি রোগীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হতো। তবে এখন থেকে সেই সমস্ত রোগীরা এই ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পাবেন। এবং এই ক্লিনিক থেকেই বিনামূল্যে ওষুধ পাবেন রোগীরা। সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার খোলা থাকবে এই ক্লিনিক। করোনা ভাইরাসের আবহে এই ক্লিনিকটি অস্থায়ীভাবে জরুরী বিভাগের বিপরীতে চালু করা হলেও পরবর্তীতে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হবে বলে জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।