চা বাগানের শ্রমিক মহল্লায় স্যানিটারি প্যাড ও খাতা বিলি

নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি শহর সংলগ্ন মেরিভিউ চা বাগানের শ্রমিক ভাইবোনদের হাতে স্যানিটারি প্যাড ও খাতা তুলে দিলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া মেডিকেল মোড়ের লিভ লাইফ হ্যাপিলি অর্গানাইজেশন। শুক্রবার সংস্থার তরফে অনির্বান নন্দী ও পৌলমী চাকিনন্দী ওই সামাজিক কাজটি করেছেন।

মেডিক্যাল মোড়ের অনির্বান নন্দী ও তাঁর স্ত্রী পৌলমী চাকিনন্দী অনেকদিন ধরে মোবাইল লাইব্রেরীর মাধ্যমে দুঃস্থ ও মেধাবীদের হাতে বই তুলে দিচ্ছেন। করোনা দুর্যোগ এর সময় সমস্যায় পড়া মানুষদের তাঁরা বিভিন্ন সময় উপহার হিসাবে ত্রানও পৌঁছে দিচ্ছেন। এবারে মেরিভিউ চা বাগানের শ্রমিক ভাইবোনদের হাতে তাঁরা পৌঁছে দিলেন স্যানিটারি প্যাড ও খাতা। সমাজসেবী অনির্বান নন্দী জানিয়েছেন, সামাজিক বৈষম্য মুছে ফেলার বার্তা নিয়ে তাঁরা ১৭০ জন অভাবী ছাত্রছাত্রী ও মহিলাদের পাশে দাঁড়ালেন। তাঁরা এক আবেদনের প্রেক্ষিতে এগিয়ে যান। ১২০ জন মহিলাকে প্যাড এবং ৬৭ জন ছাত্রছাত্রীর হাতে খাতা দিতে পেরে তাঁরা আনন্দিত। এর সঙ্গে আদিবাসী সাদরি ভাষায় তারা করোনা সচেতনতার প্রচারও করেছেন।তাদের এই সামাজিক কাজ অব্যাহত থাকবে বলে অনির্বানবাবু জানিয়েছেন।