নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ করোনা আবহে পুলিশকর্মীদের স্বাস্থ্য সুস্থ রাখতে চবনপ্রাস এর পর এবার জলের ফ্লাক্স তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
সোমবার কোচবিহার পুলিশ হাসপাতালে করোনা আবহে রোদ বৃষ্টি মাথায় নিয়ে যে সকল পুলিশ কর্মী ডিউটি করছেন তাদের স্বাস্থ্য সুস্থ রাখতে চবনপ্রাস এর পর এবার জল গরম রাখতে জলের ফ্লাক্স তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর, অতিরিক্ত পুলিশ সুপার মহঃ সানা আকতার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন মোট ১০০০ টি জলের ফ্লাক্স তুলে দেওয়া হয়। করোনা আবহের মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এরকম উপহার পেয়ে খুশি কর্তব্যরত পুলিশ কর্মীরা।