শিল্পী পালিত ঃ কলকাতার হাওড়ায় থাকেন পেন্সিল আর্টিস্ট অপূর্ব অধিকারী। তার আত্মকথা আজ প্রকাশিত হল—
নিজের সম্পর্কে লেখা বড়ই কঠিন। কোনো দিন ভেবে দেখিনি। আমি ছাপোষা মানুষ, আঁকার শিক্ষাগত জ্ঞান নেই। রঙের ব্যবহার জানিনা তাই পেন্সিল দিয়ে ঘষাঘষি করি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি কোথাও। বিদেশ বলতে নেপাল, বাংলাদেশ, মায়ানমার ও অস্ট্রেলিয়ায় কিছু ছবি প্রদর্শিত হয়েছে বেশ কয়েকবার। দেশের কথা ছেড়ে দিলাম।