নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ প্রবল বৃষ্টির কারনে নদীতে তলিয়ে যাচ্ছে জলপাইগুড়ি দেবী চৌধুরানী মন্দিরে অবস্থিত একটি ঘর। জলপাইগুড়ি করলা নদীর ধারে অবস্থিত জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন দেবী চৌধুরানী মন্দির।এই মন্দির প্রাঙ্গণে অবস্থিত জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটি অফিস।গত কিছুদিন থেকে লাগাতর বৃষ্টির কারনে নদীর ধারে অবস্থিত এই ঘরটির নিচে মাটি নদীতে ধসে যাচ্ছে।
ঘরটির একটা অংশ ইতিমধ্যে নদীতে চলে গেছে। বাকি ঘরটি নদীতে তলিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। দেবী চৌধুরানী মন্দিরের জায়গাতে অবস্থিত এই অফিস থেকে জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে গত ৩০ বছর ধরে প্রতি রবিবার বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা শিবির বসানো হতো এলাকার গরীব মানুষদের জন্য । পাশাপাশি এলাকার শিশুদের নিয়ে এখানে পড়াশোনা করানো হত ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে।এই অফিসটির এক ধারে রয়েছে করলা নদী অন্য দিকে চলছে ৩১নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ।বৃষ্টির জলে ধসে যাচ্ছে মাটির ঘরের একটা বড় অংশ। যেভাবে লাগাতর বৃষ্টি হচ্ছে তাতে খুব তাড়াতাড়ি সমস্ত অফিসটি নদীগর্ভে চলে যাবে।জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন,আমরা দুইবার জেলাশাসককে বলেছি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দিয়ে আমাদের অফিসটির পাশে একটি রেনকাট হয়েছে সেটা ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু এখনো সেটা হয়নি। অফিসটি ভেঙ্গে পরলে এলাকার গরীব মানুষদের আমরা যে পরিষেবা দিই এই অফিস থেকে সেটা বন্ধ হয়ে যাবে।