নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১১ জুলাইঃ গত দুদিন ধরে শিলিগুড়িতে প্রবল বর্ষন শুরু হয়েছে। আর তাতে জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ির বেশ কয়েকটি এলাকা।
প্রবল বর্ষনে ফুলেফেঁপে উঠেছে শিলিগুড়ির ওপর দিয়ে বয়ে যাওয়া মহানন্দা, ফুলেশ্বরী, জোড়াপানী নদীর জল। প্লাবিত হয়েছে শিলিগুড়ি পুরসভার অধীন ২৩, ৩৪, ৩৬, ৩৭ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরী জোড়াপানি নদী সংলগ্ন এলাকার কয়েক হাজার মানুষ। লাগাতার বর্ষনে জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি পুর সভার অন্তর্গত হায়দারপাড়া, হরিপাল মোর, আম্বেদকর কলোনী, চম্পাসারি, অশোক নগর, কসমস শপিং মল সংলগ্ন এলাকা, জ্যোতি নগর। জোড়াপানী ফুলেশ্বরী নদীর জল বেড়ে যাওয়া্য় নদী লাগোয়া বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই প্রবল বর্ষনে শহরে ক্ষতির পরিমান জানা যায়নি। শিলিগুড়ি পুর সভায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরিস্থিতির ওপর নজর রাখছেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর কর্তারা।