নিজস্ব সংবাদদাতাঃ মাস্ক ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ গ্রহনে বিশেষ অভিযান রায়গঞ্জ থানার পুলিশের। রায়গঞ্জ শহরের ঘড়িমোড়, রেলগেট সংলগ্ন এলাকায় রবিবার সকাল হতেই পুলিশি অভিযান শুরু হয়। রাস্তায় দাঁড় করিয়ে মাস্ক পড়ানোর পাশাপাশি মাঝেমধ্যে একটু কঠোরতাও দেখাতে হয় পুলিশ প্রশাসনকে। মাস্ক ছাড়া কাউকে দেখলেই পুলিশের কড়া ধমক খেতে হয়েছে বহু মানুষকেই। আবার অনেকেই বাধ্য হয়েছেন রাস্তার ধারে দোকান থেকে মাস্ক কিনে তা ব্যাবহার করতে।
রায়গঞ্জ পুর এলাকায় ব্যাপক হারে থাবা বসিয়েছে করোনা । ইতিমধ্যেই রায়গঞ্জ পুরসভা এলাকায় ২০ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। সাধারন মানুষকে মাস্ক ব্যাবহার ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রবিবার একটু বেলা বাড়তেই রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় মাস্ক ব্যাবহার নিয়ে তল্লাশি অভিযান শুরু করে রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী৷ কিছু কিছু ক্ষেত্রে কড়া পদক্ষেপও গ্রহন করতে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের। রাস্তায় চলাচলকারী টোটো, অটো থেকে শুরু করে ভ্যানভালক বা মোটরবাইক চালক আরোহী কেউই পুলিশের নজর এড়াতে পারেনি। রাস্তায় যানবাহন থামিয়ে মাস্ক পড়তে বাধ্য করেছেন বাসিন্দাদের।