তুফানগঞ্জে বন্যা কবলিত ১৫০০ মানুষ, রায়ডাক নদীতে লাল সতর্কতা

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার : পাহাড় সহ সমতলে অবিরাম বৃষ্টির ফলে গত দুদিন থেকেই বাড়ছে তোর্সা নদীর জল । গৃহহীন হয়ে পড়েছেন অনেক পরিবার। কিন্তু আজ সকাল থেকেই তোর্সার জল কমলেও শুরু হয়েছে ভাঙন। কোচবিহার শহর লাগোয়া তোর্সা নদীর জল কমলেও এই অবিরাম বৃষ্টির ফলে কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে । শহরে জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। ভুটান পাহাড় এবং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় টানা বৃষ্টির ফলে রায়ডাক নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

তুফানগঞ্জঃ বন্যাকবলিত প্রায় ১৫০০ মানুষ। তাদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছে মহকুমা প্রশাসন।ক্রমাগত ভয়াবহ বন্যা পরিস্থিতি। সোমবার সকাল থেকেই কোচবিহার জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার রায়ডাক ১ নাম্বার নদী গতকাল রাত থেকেই লাল সতর্কতার মধ্যে ছিল। জল ক্রমাগত বাড়তে থাকায় তুফানগঞ্জ পুর এলাকার ৫ নম্বার ওয়ার্ড ও শহর সংলগ্ন নাককাটি গ্রাম পঞ্চায়েতের কামাক ফুলবাড়ি এলাকায় কয়েক হাজার মানুষ বন্যা কবলিত হয়েছেন। ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে ১ হাজার মানুষকে উদ্ধার করেছে তুফানগঞ্জ মহকুমার প্রশাসন এবং পুরসভা। তাদের স্থানীয় ইলাদেবী বালিকা বিদ্যালয়, এন. এন. এম হাই স্কুল, রায়ডাক ভবনের ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া। তুফানগঞ্জের ২ নম্বর ব্লকে বৃষ্টির জল জমে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে।অতিবৃষ্টির কারণে মহকুমার কয়েকশো বিঘা চাষের জমি জলের নিচে চলে গেছে। প্রশাসনিকভাবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও অতিবৃষ্টি ও বন্যার কারণে আশ্রয়হীন হয়ে পড়েছেন বন্যাকবলিত এলাকার মানুষজন।