রবীন্দ্রনাথের গান চলার পথে পাথেয় ভাস্কর সরকারের

শিল্পী পালিতঃ আজ খবরের ঘন্টার এই ওয়েবপোর্টালে ভাস্কর সরকারের আত্মকথা প্রকাশিত হলো–

আমার নাম ভাস্কর সরকার। আমি পেশায় শিক্ষক, আর নেশায় গায়ক। ছোটবেলা থেকেই আমি রবীন্দ্রসঙ্গীতের প্রতি আকৃষ্ট হই। রবীন্দ্রনাথের গানের বাণীর মাধুর্য,সুরের মূর্ছনা এবং অধ্যাত্মচেতনা, আমি আর অন্য কোনো ধরনের সঙ্গীতের ধারায় পাইনি।আমি দীর্ঘদিন ধরে রবীন্দ্রসঙ্গীত চর্চা করছি। ছোটবেলায় প্রথাগতভাবে শিখতে শুরু করি কিছুটা বুঝে কিছুটা না বুঝে। ক্রমে সেটা ভালোবাসায় পরিণত হয়।আমি প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী রমা মন্ডলের কাছে কিছুদিন শেখার সুযোগ পেয়েছি। আমি দীর্ঘ চোদ্দ বছর ধরে আরো এক প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী প্রমিতা মল্লিকের কাছে সঙ্গীত চর্চা করছি। এছাড়াও আমার গান শেখার সুযোগ হয়েছে শ্রী প্রসূন দাশগুপ্তের কাছে। আমি বর্তমানে শ্রী সুপ্রিয় দত্তের কাছে উচ্চঙ্গ সঙ্গীত শিক্ষা গ্রহণ করছি। ২০০৬ সালে আমি আকাশবাণীতে গাওয়ার সুযোগ পাই। রবীন্দ্রনাথের গান আমার পথে চলার পাথেয়। রবীন্দ্রনাথের গান আমার জীবন আলোকিত করেছে।