করোনা আবহে বন্ধ খেলা, মন না ভাঙার পরামর্শ মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃকরোনা আবহে বন্ধ রয়েছে খেলা।এখনও পর্যন্ত আমাদের রাজ্যে খেলাধুলা চালু হয়নি।তাতে অনেক খেলোয়াড়ের মন ভেঙে গিয়েছে।কিন্তু খেলোয়াড়দের মন ভাঙতে মানা করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব ‘ইষ্টবেঙ্গল হার্ট অফ শিলিগুড়ি’র রক্তদান শিবিরে আসেন মন্ত্রী ।এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিং পুলের পাশেই এই শিবিরের আয়োজন করা হয়।সেখানে এসে পল্টু দাসের ছবিতে পুষ্পদান করে পতাকা উত্তোলন করেন।পরে রক্তদাতাদের সাথে কথাও বলেন।এরপর তিনি পল্টু দাসকে স্মরণ করে বলেন, ইস্টবেঙ্গল ও পল্টু দাস সমার্থক শব্দ।করোনার সময় এই স্বেচ্ছায় রক্তদান শিবির খুবই কার্যকরী।এই রক্তদান শিবিরে আনুমানিক ৩০ ইউনিট রক্ত সংগ্রহ হয়।সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে দেওয়া হয়।