নিজস্ব প্রতিবেদন ঃ স্বামী বিবেকানন্দের ভাবধারাকে সামনে রেখে শিলিগুড়িতে শুরু হতে চলেছে পানীয় জল বিতরন। তার সঙ্গে শিশুদের টিকাকরনও শুরু হতে চলেছে সেবার ভাবনায়। এই দুটি সেবামূলক কাজ শুরু হওয়ার পর মার্চ মাসে শুরু হবে ক্যাপসিকামের চাষবাস।শিলিগুড়ি দুই মাইল জ্যোতিনগরের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি ওই সেবামূলক কর্মসূচি গ্রহন করছে।
শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির কর্মকর্তা শ্যামল সরকার এবং কমল মজুমদার জানিয়েছেন, তাদের সোসাইটির আশ্রম চত্বরে থেকে তিন রকম পানীয় জল বিতরন করা হবে। গরমের দিনে শীতল এবং সাধারণ পানীয় জল, শীতের দিনে গরম এবং সাধারণ পানীয় জল বিতরন হবে। প্রতিদিন তারা পাঁচ হাজার লিটার পানীয় জল বিতরন করবেন। স্বামী বিবেকানন্দ বালক সংঘ তারা গঠন করছেন। তাদের মাধ্যমেই শুরু হবে কাজ। সেই জন্য এখন প্রস্তুতি শুরু হয়েছে। এর বাইরে তারা স্বামীজি স্মরনে শিশুদের টিকাকরন সেবা শীঘ্রই শুরু করতে চলেছেন। তাদের আশ্রমের সামনে একটু ফাঁকা মাঠ রয়েছে। সেই মাঠের একাংশে শুরু হবে ক্যাপসিকাম চাষ। সেই ক্যাপসিকাম বিক্রি করে যা আয় হবে তা দিয়ে সেবামূলক কাজ হবে।