বেসরকারি উদ্যোগে স্যানিটাইজ করা হল শিলিগুড়ি বিধান মার্কেট

নিজস্ব সংবাদদাতাঃশিলিগুড়ি শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমনের জেরে জেলা শাসকের নির্দেশে ৭ দিনের জন্য একে একে বন্ধ হয়েছে রেগুলেটেড মার্কেটের মাছ, ফল এবং সবজির পাইকারি বাজার। শহরের বিভিন্ন বাজারগুলির জন্য করোনা বিধি জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বাজারে আসা মানুষদের মাধ্যমে করোনা সংক্রমন ঠেকাতে শিলিগুড়ির সর্ববৃহৎ বাজার বিধান মার্কেটে গিয়ে বাজার কমিটির সঙ্গে বৈঠক করেছেন দার্জিলিংয়ের জেলা শাসক এস পন্নমবলম। এবার বিধান মার্কেট স্যানিটাইজ করার কাজে এগিয়ে এলেন শিলিগুড়ি সংলগ্ন ফারাবাড়ি এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা হেল্প সোসাইটি এন্ড অর্গানাইজেশনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে রবিবার বিধান মার্কেটের বিভিন রাস্তা এবং দোকান স্যানিটাইজ করা হয়।

অন্যদিকে, সাধারণ মানুষজন মাস্ক লাগানোর সঠিক পদ্ধতি না জানার কারণে অনেক ক্ষেত্রেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। করোনা সংক্রমণ প্রতিরোধে এদিন সংস্থার পক্ষ থেকে বিধান মার্কেটের ব্যবসায়ীদের মাস্ক পড়ার পদ্ধতি সবিস্তারে ব্যাখ্যা করা হয়।