নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃশুক্রবার শিলিগুড়িতে জেলাশাসক এস পুনমবল্লমের নেতৃত্বে টাস্কফোর্সের একটি বৈঠকের আয়োজন করা হয়।তিনটি বাজার কমিটিকে নিয়ে এই বৈঠকটি করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলো বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতি,মার্চেন্টস এসোসিয়েশন ও চম্পাসারি বাজার কমিটি।বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,প্রতিটি বাজার ও মার্কেটে ব্যাবসায়ীদের মাস্ক পরে ব্যাবসা করা বাধ্যতামূলক।প্রশাসনের তরফ থেকেও এবিষয়ে বিশেষ নজরদারি থাকবে।মাস্ক ছাড়া ব্যাবসা করলে জরিমানার পাশাপাশি গ্রেপ্তার পর্যন্ত করা হবে।আরো সিদ্ধান্ত নেওয়া হয়,কয়েকদিনের মধ্যেই বিধান মার্কেটে রেপিড টেস্টের ব্যবস্থ্য করা হবে।