কালচিনির মেন্দাবাড়িতে ব্যতিক্রমী সিদ্ধান্ত, ঘর-ফেরত শ্রমিকদের হোম কোয়ারান্টাইন নয়

নিজস্ব সংবাদদাতাঃকোয়ারেন্টাইন সেণ্টার বিষয়ে পশ্চিমবঙ্গের মধ‍্যে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্ৰহণ করল কলচিনি ব্লকের মেন্দাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত।

সম্প্রতি স্বাস্থ্যদপ্তর নতুন সিদ্ধান্ত নিয়েছে যে গ্ৰীন জোন থেকে যারা আসবে তাদের সরকারি কোয়ারান্টাইন সেণ্টারে রাখা হবেনা তাদের পাঠানো হোম কোয়রাইণ্টাইনে । কিন্ত এই বিষয়ে মেন্দাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত অভিনব উদ‍্যোগ গ্ৰহণ করেছে। মেন্দাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের যেসমস্ত শ্রমিক অন্য রাজ‍্যে গিয়েছিল কাজ করতে, তাদের সিংহভাগের ঘরে হোম কোয়ারান্টাইন থাকার ব‍্যবস্থা নেই। তাদের একটি ঘরেই একটি সংসার। তাই তাদের কথা চিন্তাভাবনা করে মেন্দাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত পৃথক কোয়ারান্টাইন সেণ্টার তৈরি করেছে। মেন্দাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে, যারা গ্ৰীন জোন থেকে আসবে তাদেরও কোয়ারান্টাইনে রাখবে তারা, কেননা তাদের হোম কোয়ারান্টাইনে থাকার মত পরিকাঠামো নেই । কালচিনি আই টি আই কলেজে এই কোয়ারান্টাইন সেণ্টার তৈরি করেছে মেন্দাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত। সোমবার বিকেলেই কেরালা ফেরত ৪০ জন শ্রমিককে এই কোয়ারান্টাইনে রাখা হয়। এদের খাওয়ানোর ব‍্যবস্থা করবে মেন্দাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত ও মেন্দাবাড়ি গ্ৰাম সুরক্ষা কমিটির সদস‍্য বিনয় নার্জিনারি । এদিন এই কোয়ারান্টাইন সেণ্টার উদ্বোধনে উপস্থিত ছিলেন কালচিনির বিডিও ভূষণ শেরপা ও লতাবাড়ি রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার ।