জলপাইগুড়িতে করোনা জয় করে বাড়ি ফিরলেন স্বাস্থ্য কর্মী

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃ করোনা জয় করে বাড়ি ফিরলেন জলপাইগুড়ি শহরের ১০ নম্বর ওয়ার্ডের রেসকোর্স পাড়ার এক স্বাস্থ্য কর্মী। ওই স্বাস্থ্য কর্মীকে ফুলের তোড়া,  মিষ্টি ও গানের মাধ্যমে বরণ করে নিলেন স্থানীয় বাসিন্দারা।সেখানে উপস্থিত ছিলেন বিদায়ী কাউন্সিলর তথা ওই ওয়ার্ডের পুরসভার কো-অর্ডিনেটর প্রদীপ দে। ওই স্বাস্থ্য কর্মী শিলিগুড়ি কোভিড হাসপাতালে কর্মরত ছিলেন। ২ জুন তিনি করোনাতে আক্রান্ত হন। এরপর ওই স্বাস্থ্য কর্মীর এলাকা কনটেনমেন্ট জোন করে পুরসভা। এদিকে শিলিগুড়িতে চিকিৎসাধীন ছিলেন ওই স্বাস্থ্য কর্মী। আক্রান্ত হওয়ার পরে পর পর দু’বার ওই স্বাস্থ্য কর্মীর লালারস পরীক্ষা করা হয়েছিল। দু’বারই নেগেটিভ আসে রিপোর্ট।

সোমবার ওই স্বাস্থ্য কর্মীকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন রাতে ওই স্বাস্থ্য কর্মী নিজের বাড়িতে ফিরে এলেন। সুস্থ হয়ে ওই স্বাস্থ্য কর্মী বললেন, উপসর্গ ছাড়া যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের ভয়ের বিষয় নেই। নিয়ম করে থাকলেই সকলে সুস্থ হয়ে যাবে। এদিকে ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর প্রদীপ দে বলেন, ওই স্বাস্থ্য কর্মীকে কুর্নিশ জানালাম।”