নিজস্ব প্রতিবেদনঃ ক’দিন আগে খবরের ঘন্টার ফেসবুক পেজের লাইভ অনুষ্ঠানে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লাগোয়া ফকদইবাড়ির প্রান্তিক মেধাবী ছাত্র সন্তোষ সরকারের আর্থিক সঙ্কটের বিষয়ে খবর সম্প্রচারিত হয়েছিল। সেই খবরে সন্তোষের পড়াশোনার সমস্যা তৈরি হয়েছে বলে জানানো হয়েছিল। সকলের কাছে সন্তোষের পাশে দাঁড়ানোর আবেদন জানানো হয়েছিল। তার জেরে মঙ্গলবার বিকালে শিলিগুড়ি আশিঘর লাগোয়া এলাকার বিশিষ্ট নাগরিক বিকাশ মুখার্জী এবং জ্যোতিষী বিবেক শাস্ত্রী সন্তোষকে অর্থ সাহায্য করে উৎসাহ দিলেন।
সন্তোষের মা ছোট বেলায় মারা গিয়েছে। দাদু দিদিমার কাছে সে বড় হচ্ছে। তার দাদু কাঠমিস্ত্রী। করোনা লকডাউনের জেরে সন্তোষের দাদুর কাজ চলে গিয়েছে। ফলে অর্থ সঙ্কট তীব্র হয়েছে। সন্তোষ ইতিমধ্যে ২৬০০ টাকা ফী দিয়ে শিলিগুড়ি কলেজে ইতিহাসে অনার্স নিয়ে ভর্তি হয়েছে। যদিও খবরের ঘন্টার তরফ থেকে শিলিগুড়ি কলেজের পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত করের নজরে আনা হলে জয়ন্তবাবু জানিয়েছেন, সন্তোষ তার আর্থিক অবস্থার কথা জানিয়ে কলেজে আবেদন পত্র জমা দিলে তার ভর্তি ফী বাবদ ২৬০০ টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা হবে। এদিন অর্থ সাহায্য করে বিকাশ মুখার্জী জানিয়েছেন, তাঁর কন্যা, সঙ্গীত শিল্পী রোমি মুখার্জীও কিছু সাহায্যের মাধ্যমে উৎসাহিত করবে সন্তোষকে। প্রসঙ্গত এবছর খবরের ঘন্টার মাধ্যমে আরও দুজন উচ্চ মাধ্যমিক পাশ করা মেধাবী ছাত্রছাত্রী সুবল বর্মন ও আশা বসাককে পাঠ্য পুস্তক এবং অন্যান্য সহযোগিতার জন্য বিভিন্ন মহলে যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।