শিলিগুড়িতে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদনঃ প্লাস্টিক ক্যারিব্যাগ দূষন সৃষ্টি করে। তাই পরিবেশের স্বার্থে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিক ক্যারিব্যাগ।কিন্তু তারপরও প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ হয়নি।

এবার তাই আবার প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযানে নামল শিলিগুড়ি পুর সভা। শিলিগুড়ির বিভিন্ন বাজার, দোকানে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ এর ব্যবহারের বিরুদ্ধে মঙ্গলবার অভিযানে নামে শিলিগুড়ি পুর সভা । এদিন শিলিগুড়ি বিধান মার্কেটেও পুর সভার তরফ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হয়। করোনা আবহ শুরু হওয়ার আগে শিলিগুড়িতে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার অনেকটা কমে গিয়েছিল। এখন আবার প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার অনেকটা বেড়েছে। তাই আবার শুরু হয়েছে পুরসভার অভিযান।