নিজস্ব সংবাদদাতাঃ করোনা আক্রান্ত রায়গঞ্জ শহরে পুরোপুরি লকডাউন করতে পথে নামল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। যেসব মানুষ ও ব্যবসায়ী দোকানদারেরা এখনও লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় বেরিয়েছেন বা দোকানপাট খুলেছেন বৃহস্পতিবার তাদের আটকাতেই রায়গঞ্জ শহরের পুর এলাকায় অভিযানে নামল রায়গঞ্জ পুরসভা। লকডাউন সফল অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। অভিযানে সামিল ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিল ভোলা পাল, বরুন ব্যানার্জী, সাধন বর্মন বর্মন সহ পুর আধিকারিকেরা। চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস নিজে মাইকিং করে মানুষকে সচেতন করার পাশাপাশি খুলে রাখা দোকানপাট বন্ধ করার উদ্যোগ নেন।
উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জে করোনা আক্রান্তের নিরিখে ভয়াবহ অবস্থায়। প্রতিদিনই সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। রায়গঞ্জ শহরে চিকিৎসক, নার্স, ব্যবসায়ী থেকে ক্রেতা বিক্রেতারা করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। এমতাবস্থায় রাজ্য প্রশাসন রায়গঞ্জ শহরের পুর এলাকা পুরোপুরি লকডাউনের ঘোষনা করে। ১৫ জুলাই থেকে শুরু হওয়া পুরোপুরি লকডাউন মানছে না অনেক বাসিন্দা থেকে ব্যবসায়ী। বুধবার সন্ধ্যা থেকেই শহরে লকডাউন অভিযানে নামে রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রায়গঞ্জ শহর সম্পূর্ণভাবে লকডাউন করার লক্ষ্যে পথে নামল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, ভয়াবহ এই করোনার সংক্রমণ প্রতিরোধে রায়গঞ্জ শহর লকডাউন সফল করতে রাস্তায় নেমেছি। মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছি। প্রয়োজনে কড়া পদক্ষেপ নিতে হবে আমাদের। অন্যদিকে লকডাউনে বেশ কিছু টোটো রাস্তায় নামলে টোটোগুলোকে পুলিশ আটক করেছে।