নিজস্ব সংবাদদাতাঃআম্ফানে এবার মুর্শিদাবাদ জেলায় নষ্ট হয়েছে বেশ কয়েক হাজার গাছ। পাশাপাশি করোনা পরিস্থিতিতে জেলা জেরবার।এখন উদ্দেশ্য হলো, বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা। আম্ফানের ক্ষতিপূরণের ফলে জেলায় আগের চেয়ে গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা বেড়েছে।
করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকা এবং তার কারণে লকডাউন চলতে থাকায় ১৪ থেকে ২০ জুলাই অরণ্যসপ্তাহ হলেও জনকল্যাণমূলক বেশিরভাগ অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। এছাড়াও বাতিলের মুখে সমস্ত রকম সামাজিক অনুষ্ঠান।তবে অন্নপ্রাশন, বিয়ে, জন্মদিনেও গাছের চারা দেওয়ার প্রচলন শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আগে বনসৃজন কর্মসূচি পালন করা হত। শিল্প সংস্থাগুলিও সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে গাছের চারা বিতরণ করত। কিন্তু সবকিছুতেই এবার জল ঢেলেছে করোনা। সেই বাধা অতিক্রম করে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ব্লকের চৈতন্য পুর – ১ অঞ্চলের উদ্যোগে এবং ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সৌজন্যে সপ্তাহ ব্যাপী বনমহৎসব কর্মসূচি শুরু করা হয়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলডাঙা বিধানসভার কো-অর্ডিনেটর ওবেলডাঙা-১ নং ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস সভাপতি বনতোষ ঘোষ।চৈতন্যপুর – ১ অঞ্চলের নেতৃত্ব ও জন প্রতিনিধি। বনতোষ ঘোষ বলেন, সাতটি অঞ্চলে এই কর্মসূচি নিয়েছি। প্রতিবছরের মতো এবছরও গাছের চারা রোপন করে পালন করছি। গাছ লাগানোর উপকার গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি আগামী প্রজন্মের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।