নিজস্ব সংবাদদাতাঃ বনদপ্তর এর উদ্যোগে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো বন মহোৎসব। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার।এছাড়া উপস্থিত ছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডায়রেক্টর শুভঙ্কর সেনগুপ্ত এবং বনদপ্তরের একাধিক কর্তা।
বন মহোৎসব উপলক্ষে এদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সৌন্দর্যায়নে ৪০টি গাছের চারা লাগানো হয় । বৃক্ষরোপণ করেন বন দপ্তর এবং প্রশাসনের আধিকারিকরা।তারা জানান, আগামীতে আরও বৃক্ষরোপন হবে।পরিবেশ সুস্থ রাখতেই এই কর্মসূচি জরুরি। আর পরিবেশ সুস্থ থাকলে মানুষও সুস্থ থাকবে।