নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃ জলপাইগুড়ি দিনবাজারের তিন ব্যবসায়ী করোনা পজেটিভ হওয়ায় আজ থেকে আগামী রবিবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো শহরের প্রধান বাজার দিনবাজার।গতকাল বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সংগঠন ও পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যরা একটি বৈঠক করে বাজার বন্ধের সিদ্ধান্ত নেন। আজ থেকে পাইকারি ও খুচরা সমস্ত ব্যবসা বন্ধ। পুরসভার পক্ষ থেকে আজ গোটা বাজারকে সেনিটাইজ করা হয়।
ক্রমাগত জলপাইগুড়ি শহরে বেড়ে চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। গতকাল জলপাইগুড়ি শহরে প্রধান বাজার দিনবাজারের তিন ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়।তড়িঘড়ি বৈঠক করে বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় বাজারের সমস্ত ব্যবসায়ী সংগঠন। তিন জন ব্যবসায়ীর মধ্যে এক জন মাছ ব্যবসায়ী, আরো দুই জন অন্যান্য ব্যবসার সাথে জড়িত।জলপাইগুড়ির এই বাজার থেকে জেলার বিভিন্ন বাজারের সাধারণ খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন জিনিস নিয়ে ব্যবসা করে। সেকারণেই এই বাজার বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। আজ সকালথেকে দিনবাজারের বিভিন্ন এলাকা সেনিটাইজ করছেন পুরসভার কর্মীরা। বাজারের ব্যবসায়ী করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় আতঙ্কিত বাজারের অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতারা।