জলপাইগুড়ি, উচ্চ মাধ্যমিকের ফলাফলে নজর মৃন্ময় মন্ডল ৪৯৫, সমৃদ্ধি গুহ ৪৯৪

নিজস্ব সংবাদদাতা ,জলপাইগুড়িঃ জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র মৃন্ময় মন্ডল উচ্চমাধ্যমিকে ৪৯৫ নম্বর এবং জলপাইগুড়ি রাষ্টীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী সমৃদ্ধি গুহ ৪৯৪পেয়ে জলপাইগুড়ির মুখ উজ্জ্বল করল।রাজ্যের নিরিখে মৃন্ময় ও সমৃদ্ধি একটা স্থান পাবে বলে আশা পরিবারের । দুজনই চিকিৎসক হতে চায়। মাধ্যমিক পরীক্ষায় মৃন্ময় রাজ্যে তৃতীয় স্থানে পেয়েছিল।সমৃদ্ধির রেজাল্টও ছিল নজরকাড়া।

জলপাইগুড়ি পান্ডাপাড়ার জে সি বোস লেনের বাসিন্দা পেশায় শিক্ষক রঞ্জিত কুমার মন্ডলের ছেলে মৃন্ময় মন্ডল। ২০১৮সালে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছিল মৃন্ময় । সে কারনে পরিবারের আশা উচ্চ মাধ্যমিকেও মৃন্ময় ভালো ফল করবে এবং রাজ্যে একটি স্থান দখল করবে। আজ ফলাফল ঘোষনার পর থেকে আনন্দে উৎফুল্ল পরিবারের সদস্যরা। পাশাপাশি জলপাইগুড়ি আশ্রমপাড়ার বাসিন্দা পেশায় এল আই সি কর্মী শুস্রিতা ব্রক্ষ্মের এক মাত্র কন্যা সমৃদ্ধি গুহ। জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী সমৃদ্ধি।২০১৮সালে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করলেও রাজ্যে কোনো স্থান করতে পারেনি একটা আক্ষেপ ছিল। সেই আশা পূরন করলো এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায়। সমৃদ্ধি ৪৯৪ নম্বর পেয়েছে। সমৃদ্ধি ও মৃন্ময়ের ইচ্ছে চিকিৎসক হওয়ার।জেলার এই দুই কৃতি ছাত্রছাত্রীর ফলাফলে খুশি বিদ্যালয়ের শিক্ষকরা।