রাজ আমলের নিয়ম রীতি মেনে মদনমোহন মন্দিরের অন্দরে কাঠামিয়া মন্দিরে শুরু হল মনসা পুজো

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ রাজ আমলের নিয়ম রীতি মেনে মদনমোহন মন্দিরের অন্দরে কাঠামিয়া মন্দিরে শুরু হলো মনসা পূজা। করোনা আবহের কারণে মোহরা করে বিষহরি পালা গান এবার স্থগিত রাখা হয়েছে।

সোমবার রাজা আমলের নিয়ম-রীতি মেনে ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে মনসা পুজো শুরু হয়েছে। করোনার কারণে এখনো মদনমোহন মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ রয়েছে। সেই কারণে মন্দিরের অন্দরে অবস্থিত কাঠামিয়া মন্দিরে ভক্তদের ছাড়াই মনসার পুজো শুরু হয়েছে। রীতি অনুসারে এই পুজোয় প্রতিবছর জাঁকজমক করে মনসা পুজো উপলক্ষে বিসহরা পালা গান হয়ে এলেও এবছর সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে তা স্থগিত রাখা হয়েছে। শনিবার মনসা পূজোর ঘট বসেছে। সোমবার পর্যন্ত পুজো চলবে। মঙ্গলবার ঘট কাঠামিয়া মন্দির থেকে মদনমোহন মন্দিরে নিয়ে যাওয়া হবে। পুজোতে ভক্ত না থাকলেও পূজোর সমস্ত বিধি ও নিয়ম মেনেই পুজো হচ্ছে।