নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি কলেজপাড়ার সফটেক কম্পিউটার সেন্টারের রজতজয়ন্তী বর্ষের অনুষ্ঠান হলো সোমবার। সংস্থার শিলিগুড়ি কলেজ পাড়ার অফিসে সম্পূর্ণ সামাজিক দূরত্ব মেনে এদিন অনুষ্ঠান হয়। সেখানে সফট সার্ভিস ( Soft Servizz)নামে একটি অত্যন্ত প্রয়োজনীয় সার্ভিস সংক্রান্ত মোবাইল অ্যাপ শুরু হয় এদিন।
সংস্থার কর্নধার গৌতম চক্রবর্তী এবং সুজয় ঘোষ জানিয়েছেন, এই ধরনের শতাধিক পরিষেবা যুক্ত অ্যাপ ভারতবর্ষে প্রথম শিলিগুড়িতেই চালু হলো। সোমবার থেকেই গুগল প্লে স্টোর ( Google Play store) থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপটির মাধ্যমে বিভিন্ন সার্ভিস যেমন প্লাম্বার থেকে শুরু করে ইলেকট্রিসিয়ান, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, প্রাইভেট টিউশন, সেলুন সার্ভিস, লিগ্যাল এইড, মেডিক্যাল সার্ভিস, ব্লাড প্রেসার মাপা, ইঞ্জেকশন প্রদান, ফিজিওথেরাপি, আয়া সার্ভিস সহ অন্যান্য সমস্ত রকম সার্ভিস বুক করা যাবে। একইসঙ্গে অত্যন্ত ন্যায্য মূল্যে দ্রুততার সঙ্গে তা পাওয়াও যাবে। তাঁরা আরও জানান, আগামীদিনে এই অ্যাপে আরও পরিষেবা যুক্ত হতে চলেছে। গোটা উত্তরপূর্ব ভারতে এই পরিষেবা উপলব্ধ করানো তাদের লক্ষ্য। গত ২৫ বছর ধরে শিলিগুড়ি তথা সমগ্র উত্তরবঙ্গবাসীকে সফটেক এর সঙ্গে সহযোগিতা এবং পাশে থেকে উৎসাহিত করার জন্য তাঁরা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।