রুই-কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছের চারাপোনা ছাড়া হলো জলপাইগুড়ি রাজবাড়ি পুকুরে

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃরুই, কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছের চারাপোনা ছাড়া হলো জলপাইগুড়ি রাজবাড়ি পুকুরে।মহালয়ার দিনে রাজবাড়ির দিঘীতে মাছ ছাড়ল জলপাইগুড়ি জলাভুমি সংরক্ষন সমিতি।রাজবাড়ির দিঘীকে আবর্জনা মুক্ত করে জৈব বৈচিত্র রক্ষার জন্যই এই উদ্যোগ।

এদিন জলপাইগুড়ি জলাভুমি সংরক্ষন সমিতির পক্ষথেকে জানানো হয়, প্রতিবছর আজকের দিনে রাজবাড়ি দিঘীতে মাছ ছাড়া হয়।তারা নিজেরাই পুকুরের সাফ সাফাই ও রক্ষনাবেক্ষন করেন। কারন এই দিঘীতে মাছ ছাড়ার কেউ নেই।তাই এবারও সাড়ে চার ক্যুইন্টাল মাছ ছাড়ার লক্ষ্য নেওয়া হয়। এদিন দুই ক্যুইন্টাল মাছ ছাড়া হয়। যদিও এদিন মাছ সব আসেনি।আগামিতে আরও মাছ ছাড়া হবে। এদিন রুই, কাতল, মৃগেল, বাটা,চায়না পুটি মাছ রাজবাাড়ি দিঘীতে ছাড়া হয়।