করোনা আবহে শরীর সুস্থ রাখা এবং নজরদারি চালাতে নাইট জগিং রায়গঞ্জ পুলিশের

নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে নিজেদের শরীর সুস্থ রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি শহরের আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর নজর রাখতে রায়গঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে নাইট জগিং শুরু করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টা থেকেই শুরু হয়েছে এই নাইট জগিং। প্রতিদিন রাতে এই অভিযান চলবে বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপা।

এদিন রায়গঞ্জ থানার পুলিশকর্মীরা থানা থেকে দল বেঁধে বেরিয়ে জগিং করতে করতে শিলিগুড়ি মোড় পর্যন্ত টহলদারি চালান। সেখানে পৌছনোর পর আই সি’ র নেতৃত্বে চলে একপ্রস্থ এক্সারসাইজ।আই সি সুরজ থাপা জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে পুলিশকর্মীদের একদিকে যেমন দিনরাত ডিউটি করতে হচ্ছে, পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ্ থাকতে হচ্ছে। এই কারণেই রাতের শহরে টহলদারি এবং জগিং করা হচ্ছে। এতে শরীর চর্চা ও নজরদারি দুই কাজই হবে বলে জানিয়েছেন আই সি।