নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ দ্বিতীয় বৈঠকেই চা শ্রমিকদের বোনাস নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হল। এবার চা শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার রাজ্যের চা মালিকদের সংগঠনগুলোর নীতি নির্ধারক কমিটি সি সি পি এ (কনসালটেটিভ কমিটি ফর প্লান্টেশন এসোসিয়েশনস) এর সংগে চা শ্রমিক সংগঠনগুলোর ভার্চুয়াল বৈঠক হয়। চা মালিকদের সংগঠন আই টি পি এ, ডি বি আই টি এ সহ বিভিন্ন সংগঠনগুলোর প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রুগ্ন চাবাগান গুলোর চা মালিকদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৯ সালে চা শ্রমিকদের ১৮.৫ শতাংশ বোনাস দেওয়া হয়েছিল। এবার চা শ্রমিকদের বোনাস ১.৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করা হল। চা মালিকদের সংগঠন ইন্ডিয়ান টি এসোসিয়েশনের কর্ণধার অমিতাংশু চক্রবর্তী বলেন, “ভালো চাবাগান গুলোর ক্ষেত্রে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের দিকে তাকিয়েই এই কোভিড পরিস্থিতিতেও গত বছরের তুলনায় ১.৫ শতাংশ বাড়িয়ে এবার চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়া হচ্ছে। রুগ্ন চাবাগান গুলোর ক্ষেত্রে বোনাসে মালিকদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে।”
৩৯ টি রুগ্ন চাবাগানেও একইহারে এবার শ্রমিকদের পুজোর বোনাস বাড়ানো হয়েছে। অর্থাৎ ৩৯ টি রুগ্ন চাবাগানে গত বছর বোনাস মুল্যের সংগে ১.৫ শতাংশ বাড়িয়ে এবার পুজোর বোনাস দেওয়া হবে। সামগ্রিক এই বোনাস বৃদ্ধির হারে খুশি শ্রমিকরা।
দার্জিলিং জেলা বাদ দিয়ে ডুয়ার্স তরাইতে ১৬৮ টি চা বাগান খোলা রয়েছে। এর মধ্যে ৩৯ টি চাবাগান রুগ্ন অবস্থায় রয়েছে। দার্জিলিং-এর চা বাগানগুলোর বোনাসের সিদ্ধান্ত প্রতিবছর আলাদাভাবে নেওয়া হয়। তরাই ডুয়ার্সের চাবাগানগুলোর বোনাসের সিদ্ধান্তও আলাদা বৈঠকে গৃহীত হয়। সেই সিদ্ধান্ত শুক্রবার ভার্চুয়াল বৈঠকে নেওয়া হল।
এর আগে ১৫ সেপ্টেম্বর চা শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে প্রথম ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে গত বছরের থেকে কম হারে এই বছর চা শ্রমিকদের পুজোর বোনাস দিতে চান মালিকরা। শ্রমিকরা মালিকদের সেই সিদ্ধান্ত না মানায় বৈঠক ভেস্তে গিয়েছিল। শুক্রবার দ্বিতীয় বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত হল। ডুয়ার্স চা বাগান ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি গোপাল প্রধান বলেন, “চা শ্রমিকদের পুজোর বোনাস এবার ১.৫ শতাংশ বেড়েছে। রুগ্ন এক একটি চাবাগানে গত বছর শ্রমিকদের যে হারে বোনাস দেওয়া হয়েছিল এই বছর সেই সব চাবাগানে ১.৫ শতাংশ বেশি পুজোর বোনাস পাবেন চা শ্রমিকরা। ভালো অবস্থায় থাকা অন্যান্য চাবাগানের ক্ষেত্রে ১.৫ শতাংশ বাড়িয়ে এবার পুজোর বোনাস ২০ শতাংশ করা হয়েছে। আমরা বোনাসের এই সিদ্ধান্তে খুশি।”