ক্যারাটের নেশাতেই সময় কাটছে লোকনাথের

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ দিনের অধিকাংশ সময় তার কাটে ক্যারাটের নেশায়। ছোট থেকেই রয়েছে তার এই নেশা।এখনও সে নেশাতেই তিনি ছুটছেন এদিকওদিক। শিলিগুড়ি ঘোঘোমালির তরুন লোকনাথ দাস ক্যারাটের নেশাতেই আগামী বছর জাপান যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জাপানে গিয়ে ক্যারাটে নিয়ে আরও কিছু শিখতে চান। একইসঙ্গে আগামী বছর শিলিগুড়িতে আন্তর্জাতিক ক্যারাটে শিবিরের জন্য বিদেশেও যোগাযোগ করছেন তিনি।
লোকনাথের বয়স ২৬ বছর। তার বাবা প্রানেশ দাস অনেকদিন আগে প্রয়াত হয়েছেন। মা শান্তি দাস। ছোট থেকেই ক্যারাটে নিয়ে মেতে আছেন তিনি। কানসিনকাই সোতোকান ক্যারাটে ডু ফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল থেকে ব্ল্যাক বেল্টে তিনি থার্ড ডান। কিক বক্সিংয়ে তিনি ফার্স্ট ডান ব্ল্যাক বেল্ট।২০১২ সালে দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় ক্যারাটেতে তিনি রেফারি হিসাবেও যোগ দেন। জাতীয় স্তরের ক্যারাটেতেও তার অনেক পুরস্কার আছে। কানসিনকাই সোতোকান ক্যারাটে ডু ফেডারেশন অফ ইন্ডিয়ার নর্থ ইস্ট শাখার সভাপতি তিনি। ক্যারাটে ছাড়াও বক্সিং, জুডো সবেতেই তার দক্ষতা রয়েছে। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের শ্রীহট্ট ভবনে নিয়মিত ক্যারাটে শেখান লোকনাথ। ফুলবাড়ির কাছেও তার নিয়মিত ক্যারাটে শিবির চলছে। বিভিন্ন স্কুলে ছেলেমেয়েদের ক্যারাটে শেখাতে চান তিনি। তার কথায়, মেয়েদের আত্মরক্ষার্থে ক্যারাটে শিখলে হাতই হবে বড় অস্ত্র। ক্যারাটে ছাড়াও গানবাজনার সঙ্গে আছেন লোকনাথ। বীণাপাণি সংস্থায় তিনি গিটার বাজান।