নিজস্ব সংবাদদাতাঃ দু’দিন আগে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট আদালতে ৩৪জন কর্মী আইনজীবী করোনা পজিটিভ হওয়ার পর বালুরঘাট আদালত বন্ধের নির্দেশ দিলেন বিচারক। দক্ষিণ দিনাজপুর জেলা বিচারক চন্দ্রানী মুখার্জী ব্যানার্জি এক নির্দেশে আগামী ২৩ জুলাই পর্যন্ত আদালত বন্ধের নির্দেশ দেন। নির্দেশে কোর্ট রুম, অফিস রুম সহ সমগ্র আদালত চত্বর স্যানিটাইজ করার কথা বলা হয়েছে।জানা গিয়েছে, গতকাল আদালতের কাজে যুক্ত পুলিশ ও আদালত কর্মী মিলিয়ে প্রায় সত্তরজনের লালার নমুনা নেওয়া হয় সোয়াব পরীক্ষার জন্য।
এদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়লো লকডাউন। এদিন সোমবার থেকে আরও সাত দিনের লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন। জেলার তিনটি পুরসভা সহ ব্লক গুলো নিয়ে ১১টি এলাকার ৪১ টি কনটেইনমেন্ট জোনে আগামী সাতদিন এই লকডাউন বলবৎ থাকবে।এদিন সকালে বালুরঘাট শহরে বালুরঘাট পুরসভার পক্ষ থেকে প্রশাসনের এই লকডাউন বৃদ্ধির মাইকিং করা হয়। পাশাপাশি এদিন বালুরঘাট শহরে পুলিশি তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। বালুরঘাট থানার পুলিশ এদিন শহরের বিভিন্ন এলাকায় অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্যান্য দোকানগুলি বন্ধ করে দেয়। শহরের টোটো এবং সাধারণ মানুষকে সতর্ক করে ফিরিয়ে দেয় পুলিশ।