নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ মাছের জালে আটকে গেলো একটি অজগর সাপ। জলপাইগুড়ির করলা নদীর কিংসাহেব ঘাটের মাছের জালে আটকে গেলো সাপটি। কিংসাহেব ঘাট এলাকার বাসিন্দারা রাতে করলা নদী থেকে মাছ ধরার জন্য জাল বিছিয়ে রাখে। সকালে নদী থেকে জাল ওঠাতেই বাসিন্দারা দেখতে পান একটি বিরাট অজগর সাপ আটকে গেছে জালে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পরেন বাসিন্দারা। দীর্ঘক্ষন বাদে সাপটিকে জাল থেকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে জলপাইগুড়িতে লাগাতার বৃষ্টির জেরে বিপন্ন সাপের বাসা।গর্তে জল ঢুকে যাওয়ায় ২৪টি সন্তানকে নিয়ে গৃহস্থের রান্না ঘরে আশ্রয় নেয় বিষধর গোখরো। সাপের আওয়াজে ঘুমভাঙ্গলো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা বাবুল সরকারের পরিবারের।খবর দেওয়া হয় এলাকার পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য নন্দু রায়কে। খবর পেয়ে রান্না ঘরের ভেতর থেকে মা গোখরো সহ ২৪ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে পরিবারকে বিপদ মুক্ত করলেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। উদ্ধার হওয়া সাপগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য নন্দু রায়।