নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃলকডাউনে প্রভাব পরলো কোচবিহারে। কোচবিহার শহরের ব্যাস্ততম বিশ্বসিংহ রোড একেবারেই ছিলো শুনশান। ভবানীগঞ্জ বাজার ও পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে কোনো বাজার বসেনি। লকডাউন সফল করতে রাস্তায় ছিল পুলিশ ও সদর মহকুমা শাসকের একটি টিম। কোচবিহার শহর লাগোয়া বাবুর হাট, কোলাবান এলাকায় কিছু বাজার বসলে তা তুলে দেওয়া হয় । পাশাপাশি বেশ কিছু ব্যক্তিকে মাস্ক ছাড়া রাস্তায় পেয়ে কান ধরে উঠবস করায় পুলিশ।
অপরদিকে ফের একবার মানবিক মুখ দেখা গেলো কোচবিহার জেলা পুলিশের। কর্ণাটকের এক যুবক খালাশীর কাজ করতে কোচবিহারে এসেছিলো । সেখানে সে মাথায় আঘাত পেলে ট্রাকের চালক তাকে রেখে পালিয়ে যায়। হাতে টাকা না থাকায় সে কি করবে বুঝতে পারে না। এর উপর চলছে লক ডাউন। অগত্যা সে কোচবিহারের বাস স্ট্যান্ড এলাকায় এসে এক দায়িত্ববান পুলিশ অফিসারের কাছে সব খুলে বলে। তখন ওই যুবককে পুলিশ অফিসার নিজের পেটিএম নাম্বার দিয়ে সাহায্য করেন। এবং তার বাড়ি যাওয়ার ব্যবস্থা করেন।