নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২০ আগস্টঃএকদিন কমছে, একদিন বাড়ছে। সেই হিসাবে ফের শিলিগুড়িতে বাড়ল করোনা সংক্রমন। বৃহস্পতিবার শিলিগুড়িতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৭১ জন। দার্জিলিং জেলাভূক্ত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে এদিন সংক্রামিত হয়েছেন ৪৪ জন। আর জলপাইগুড়ি জেলাভূক্ত শিলিগুড়ি পুর সভার সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ২৭ জন।
এদিন শিলিগুড়ি পুরসভা এলাকার ভারতনগর, ডাবগ্রাম, সুভাষপল্লী, রবীন্দ্রনগর, দেশবন্ধুপাড়া, পরেশ নগর, চাম্পাশারী, প্রধাননগর, দশরথপল্লী, বাঘাযতীন কলোনী, ঘোগোমালি, হায়দারপাড়া, জ্যোতীনগর, শান্তিনগর, হাকিমপাড়া, সেবকরোড, শক্তিগড়, সুকান্তপল্লী এলাকায় করোনার সংক্রমনের খবর মিলেছে। এছাড়া শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ৩৬, মাটিগাড়া ব্লকে ৩৭, খড়িবাড়ি ব্লকে ২, ফাসিদেওয়া ২, সুকনায় ৫, মিরিকে ৩, কার্শিয়াং-এ ৩ তাকদা ১, সুখিয়াপোখরি ৭, দার্জিলিং পুর এলাকায় ৩, পুলবাজার ২ এবং কালিম্পং-এ ৩ জনের শরীরে করোনার সংক্রমনের খবর মিলেছে। এদিন জেলায় নতুন করে করোনায় আক্রান্তের মধ্যে ৫২ জনই সেনা জওয়ান বলে জানা গেছে।
এদিন করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হয়েছে মোট ৩ জনের। কালিম্পং-এর তিস্তাবাজার এলাকার এক মহিলা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে খবর। বৃহুস্পতিবার মোট ৫৪ জন করোনা আক্রান্ত সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।