নিজস্ব প্রতিবেদন ঃ ২৩শে জানুয়ারি নেতাজী সুভাসচন্দ্র বোসের জন্মদিন। দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিনের আগে নেতাজি সম্পর্কে এই মূল্যবান বক্তব্য শুনুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্র বিভাগের ইমেরিটাস অধ্যাপক ডঃ রঘুনাথ ঘোষের কাছ থেকে। ডঃ রঘুনাথ ঘোষ বলছেন, নেতাজি সুভাষ চন্দ্র বোসের নেতাজি হয়ে ওঠার পিছনে মূল আদর্শ বা অনুপ্রেরণা ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়েই বিরাট আত্মত্যাগের সাহস পেয়েছিলেন নেতাজি।