করোনা সতর্কতা, শিল্প কারখানা আপাতত বন্ধ করলেন বিশিষ্ট শিল্পোদ্যোগী

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি সেভক রোডের দুই মাইল জ্যোতিনগরে রয়েছে উত্তরবঙ্গের অন্যতম পুরনো শিল্প কারখানা পিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এই প্রতিষ্ঠানের উৎপাদন কারখানা রয়েছে ফুলবাড়িতেও। করোনা সতর্কতার জন্য ৩১ মার্চ পর্যন্ত এই প্রতিষ্ঠানের সমস্ত রকম কাজ বন্ধ করে দেওয়া হল বলে প্রতিষ্ঠানের প্রধান কর্ণধার বিশিষ্ট শিল্পোদ্যোগী দীপক রঞ্জন সেন জানিয়েছেন।
২১ মার্চ থেকে তিনি দেশ, সমাজ এবং কর্মচারীদের কথা চিন্তা করে শিল্প কারখানা বন্ধ করে দিয়েছেন বলে দীপকবাবু জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ৩১ মার্চ পর্যন্ত তাদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কর্মচারীরা বেতন ঠিকঠাকই পাবেন। করোনা পরিস্থিতিকে ঠেকানোর জন্য এছাড়া তাদের সামনে আর কোনও রাস্তা খোলা ছিলো না বলে দীপকবাবু এক বিবৃতিতে জানিয়েছেন। দীপকবাবু বলেন, এখন খুব সঙ্কটজনক পরিস্থিতি। ভয় বা আতঙ্কিত হওয়ার বিষয় নেই। কিন্তু সচেতনতা বা সতর্কতা অত্যন্ত জরুরি। করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সকলকে ভাবতে হবে। সমগ্র দেশবাসীকে এখন ঐক্যবদ্ধভাবে করোনার সঙ্গে যুদ্ধ করা প্রয়োজন। আর এই যুদ্ধের অন্যতম দিক হলো একসঙ্গে জমায়ত বন্ধ করা। তারা তাদের কর্মীদের ৩১ মার্চ পর্যন্ত ছুটি দিয়ে দিলেও পরামর্শ দিয়েছেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে। তারা সকলকে সাবান দিয়ে হাত ধোয়ারও পরামর্শ দিয়েছেন।