
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার টিকিয়াপাড়া এলাকায় ঋষি অরবিন্দ স্কুল চত্বরে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। তার সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় প্রয়াত গনেশ বিশ্বাসের মৃত্যু বার্ষিকীতে সুরজিৎ বিশ্বাসের উদ্যোগে এদিন ওই অনুষ্ঠানটি হয়।এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন, মানুষের কিভাবে ভালো হবে সেই চিন্তা করেই তাঁরা সবসময় কাজ করছেন। এদিন গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট মেটাতে রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়। তার পাশাপাশি খিচুড়িও বিতরন করা হয়।স্থানীয় টিকিয়াপাড়া অনাথ আশ্রমের মহারাজ সেখানে বাউল সঙ্গীত পরিবেশন করেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —