জলপাইগুড়িতে বিকল্প করোনা হাসপাতাল তৈরির জায়গা খোঁজা শুরু

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃজলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্তদের নিয়ে হিমশিম খাচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর।জেলার সমস্ত করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তির জন্য বিকল্প করোনা হাসপাতাল তৈরি করার জন্য জায়গা খোজা শুরু করলো জেলা স্বাস্থ্য দপ্তর। জলপাইগুড়ি করোনা হাসপাতালে আর নতুন রোগী ভর্তি করার জায়গা নেই। আজ জলপাইগুড়ির জেলা শাসক অভিষেক তিওয়ারি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যদের নিয়ে একটি বৈঠক করেন। এখন থেকে উপসর্গহীন করোনা আক্রান্তদের নিজের বাড়িতেই চিকিৎসা করবে স্বাস্থ্য দপ্তর।

জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৯৮ এর মধ্যে সুস্থ ৫৫৩জন রোগী, মৃত্যু হয়েছে ৪জনের, এই মুহুর্তে করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি রয়েছে ৩৪১জন রোগী। জলপাইগুড়ি করোনা হাসপাতালে সমস্ত বেড ভর্তি রয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষথেকে করোনা হাসপাতাল করার জন্য নতুন জায়গার খোজ শুরু হয়েছে । জেলা শাসক আজ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামানিক, জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল সহ সমস্ত সদস্যদের নিয়ে একটি বৈঠক করেন তার দপ্তরে।। সেখানেই ঠিক হয়েছে উপসর্গহীন করোনা রোগীদের এখন থেকে হোম আইসোলেশনে রেখে তাদের চিকিৎসা করা হবে।প্রতিদিন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে জেলায় তাতে হিমসিম খেতে হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরকে।জলপাইগুড়ির করোনা হাসপাতালগুলিতে রোগীদের ভিড়ে সমস্ত বেড ভর্তি হয়ে গেছে।ফের করোনা হাসপাতাল করার জন্য নতুন জায়গায় খোজ শুরু করলো স্বাস্থ্য দপ্তর।