নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ মাক্স না পড়লে দেওয়া হবেনা মাধ্যমিকের রেজাল্ট। কড়াকড়ি আলিপুরদুয়ার শহরের একাধিক স্কুলে।
মাধ্যমিকের রেজাল্ট অনেক আগে বেরিয়ে গেলেও বুধবার থেকে আলিপুরদুয়ার জেলার একাধিক স্কুলে মাধ্যমিকের রেজাল্ট শিট দেওয়া হচ্ছে। আর সেক্ষেত্রেই স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ ধরনের নির্দেশিকা। আলিপুরদুয়ার শহরের একাধিক স্কুল কর্তৃপক্ষ জানায়, রেজাল্ট শুধুমাত্র অভিভাবকদের হাতে দেওয়া হবে, রেজাল্ট নিতে হলে ছাত্রের পরিচয় পত্র রেজিস্ট্রেশন বা এডমিট কার্ড নিয়ে আসতে হবে। এছাড়াও সোশ্যাল ডিসটেন্স এর বিধি নিষেধ মানতে হবে। আলিপুরদুয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক শান্তনু দত্ত জানান। রাজ্য এবং আলিপুরদুয়ার জেলাতেও করোনা সংক্রমনের হার বেড়েই চলেছে। সেকথা মাথায় রেখে কড়াকড়ি শুরু করেছে আলিপুরদুয়ার হাই স্কুল কর্তৃপক্ষ। তিনি জানান সামাজিক দূরত্বের বিধি-নিষেধ এবং মুখে মাক্স না থাকলে রেজাল্ট দেওয়া হবে না।