দৌড় আর দৌড়, দৌড়েই আছে তাঁর যত প্রান

নিজস্ব প্রতিবেদন ঃ দৌড় আর দৌড়। শরীর ভালো রাখতে দৌড় আবার জীবন যুদ্ধের সংসার বাঁচানোর দৌড়। শরীর চর্চার দৌড়ে বহু বার জাতীয় পুরস্কার জিতেছেন।আর সংসার বাঁচানোর দৌড়ে একসময় অভাবকে পরাজিত করতে ফিনাইল, ডিম ফেরি করতে হয়েছে। আজ তিনি খুশি। কারন তাঁর কথায়,দুই পুত্র সন্তান ভারতীয় সেনা বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করছেন।আর বড় পুত্র শক্তি পাল দেশ ও সমাজের ভাবনায় খুলেছেন শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম। জীবনের সব দৌড়ই একদিন সব প্রানেরই থমকে যায়। কিন্তু যতক্ষন দেহে আছে প্রান, দৌড়েই আছে সব প্রান, এই ভাবনাতে লাগাতার দৌড়ে পুরস্কার জেতার পালা চলছে শিলিগুড়ি দেশবন্ধু পাড়া নিবাসী দীপ্তি পালের।