নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার ২২শে জানুয়ারি স্বেচ্ছাসেবী সংস্থা ভরসার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিলিগুড়ি মহকুমার শিবমন্দিরে আঠসরখাই সার্বজনীন খেলার মাঠে।পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। বাঁশি বাজিয়ে খেলার সূচনা করেন গ্রাম পঞ্চায়েত প্রধান যূথিকা রায়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক আনন্দ বর্মন,মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ,প্রধান যূথিকা রায়, উপপ্রধান সন্তু দাস,জিতেন বর্মন,পিন্টু ভৌমিক, বিশ্বজিৎ দেববর্মন, অসীম পন্ডিত, পার্থবাবু,মনোজবাবু,গোপাল ঘোষ সহ আরও অনেকে। দুপুরে খাওয়াদাওয়ার পর সেখানে আবার বিলি হয় কম্বল।