নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির ঐতিহ্যমন্ডিত কালি বাড়ি হলো আনন্দময়ী কালি বাড়ি। পরাধীন ভারতে এই কালি বাড়ি তৈরিতে বিরাট ভূমিকা গ্রহন করেছিলেন চারন কবি মুকুন্দ দাস। রবিবার, ২৩ ফেব্রুয়ারী চারন কবির জন্ম দিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হল রক্ত দান শিবির।
পুরনো শিলিগুড়িতে আনন্দময়ী কালি বাড়ি দেশ প্রেম জাগিয়ে তুলতে নেপথ্যে একটি ভূমিকা গ্রহন করেছিলো বলে পুরনো দিনের লোকেরা দাবি করেন। সেই কালি বাড়িতে এখন মা কালীর নিত্য পূজা ছাড়াও সেবামূলক বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয়। রবিবার চারন কবি মুকুন্দ দাসের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রক্ত দান কর্মসূচি পালন করা হয়। সংগৃহীত হয় ৯৬ ইউনিট রক্ত। কালি বাড়ির ভারপ্রাপ্ত সম্পাদক আশিস চৌধুরী জানিয়েছেন, তারা ধার্মিক বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি সারা বছর ধরে মানুষের সেবামূলক বিভিন্ন কাজ করে থাকেন।